সিরাজগঞ্জ-৫ আসনে জাপার মনোনয়ন তুললেন ফজলুল হক ডনু!

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি,চৌহালী,এনায়েতপুর) আসনে জাতীয় পার্টির মনোনয়ন তুলেছেন দীর্ঘদিনের পরীক্ষিত নেতা কেন্দ্রীয় তাঁতি পার্টির সহ-সভাপতি, এনায়েতপুর থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফজলুল হক ডনু। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মঙ্গলবার বিকেলে দলের বনানীস্থ চেয়ারম্যানের কার্যালয় হতে দলের নেতাকর্মীদের নিয়ে তিনি এ মনোনয়ন ফরম তোলেন।

এ সময় কেন্দ্রীয় জাতীয় পার্টির সহ-সভাপতি আমিরুল ইসলাম ঝন্টু, জেলা জাপার সাধারণ সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন, এনায়েতপুর থানা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মতিন বেপারী, বেলকুচি থানা জাতীয় পার্টির সভাপতি আলী আকবর হীরা, চৌহালীর সভাপতি রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমূখ।

সামাজিক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত তৃণমূলের অত্যন্ত আস্থাভাজন ফজলুল হক ডনু জানান, জাতীয় পার্টি প্রতিষ্ঠা কালীন থেকে পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ এর আদর্শে উজ্জীবিত হয়ে জাতীয় পার্টির সাথে যুক্ত থেকে নেতৃত্ব দিচ্ছি। চেষ্টা করেছি, মানুষের ভালোবাসা নিয়ে চলার। চৌহালী, বেলকুচি ও এনায়েতপুরে সকল গ্রামে আমার পদচারণা রয়েছে। মানুষের সুখে দুঃখে পাশে থেকেছি। আমার আত্মবিশ্বাস রয়েছে মানুষ আমাকে পূর্ব ইতিহাস জেনে দলবল নির্বিশেষে ভোট দিয়ে জয়যুক্ত করবে। নির্বাচিত হলে সংসদীয় এলাকায় নদী ভাঙ্গন মুক্ত করবো। তাঁত শিল্পকে ঘুরে দাঁড়াতেও সচেষ্ট থাকবো। এছাড়া বহু প্রত্যাশিত এনায়েতপুর থানা কে উপজেলায় রূপান্তরিত করাই হবে আমার প্রধান দায়িত্ব।