সিরাজগঞ্জ-৫ আসনে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে পথসভা করছেন মেয়র রেজা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৫ বেলকুচিতে ও চৌহালীতে আসনে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সরকারের সাফল্য জন সাধারণের মাঝে তুলে ধরে প্রচার প্রচারণা এবং পথসভা করেছেন আ.লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নে খামার উল্লাপাড়া বাজারে সরকারের অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে পথসভা করা হয়।
ধুকুরিয়াবেড়া ইউপি ৫ নং ওয়ার্ডের সহ-সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা। এ সময় উপস্থিত ছিলেন, আব্দুল বারীক, হাশেম আলী, জেলা ছাত্র-লীগের সাবেক সহ-সভাপতি রিয়াদ হোসেনসহ ইউনিয়নের আওয়ামী লীগ ও দলীয় অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ প্রমূখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন