সিলেটের এডিএম কোর্টের পেশকার আব্দুল খালিকের মৃত্যুবার্ষিকী পালিত
সিলেটের এডিএম কোর্টের পেশকার আব্দুল খালিকের প্রথম মৃত্যুবার্ষিকি পালিত হয়েছে।
রোববার (৯ অক্টোবর) বাদ জোহর সিলেট নগরীর জালালাবাদে তিনির নিজ বাস ভবনে কোরআনে খতম, মিলাদ ও মোনাজাত, শিরনী বিতরণে আয়োজন করা হয়।
ওই সময় মোনাজাত করেন জালালাবাদ জামে মসজিদের খতিব মাও. শোয়াইব রহমান।
জানা যায়, মরহুম আব্দুল খালিক জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের ডাক্তার আরফি বিল্লার পিতা। তাঁর গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলা ৭ নং লক্ষণাবন্দ ইউনিয়নের নিজ ঢাকা দক্ষিণ কাজি বাড়িতে।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমের আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীরা অংশ গ্রহণ করে। এ সময় মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন