সিলেটের জামিয়া মাদানিয়া বিশ্বনাথের ৬৬তম বার্ষিক মাহফিল সম্পন্ন
মুজাহিদে মিল্লাত আল্লামা শায়খ আশরাফ আলী বিশ্বনাথী রহ: স্মৃতিবিজড়ীত ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয় দারুল উলুম মাদানিয়া ও জামিয়া মাদানিয়া ক্বওমিয়া মহিলা মাদরাসা ও এতিমখানা বিশ্বনাথ এর ৬৬ তম বার্ষিক ইসলামী মহা সম্মেলন ২৮ ডিসেম্বর শনিবার মাদরাসার মাঠে অনুষ্টিত হয়েছে।
জামিয়ার মুহতামীম মাওলানা শিব্বীর আহমদ ও নাইবে মুহতামীম হাফিজ হোসাইন আহমদ এর উদ্বোধনী বক্তব্যের ও শিশু শিক্ষা প্রদর্শনী ও সকাল ১০ টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিল রাত ২টা পর্যন্ত বার্ষিক মহাসম্মেলটি অনুষ্ঠিত হয়েছে।
জামিয়ার মুহাদ্দিস মাওলানা সালিম আহমদ ও শিক্ষক মাওলানা হাসান বিন ফাহিমের পরিচালনায় ও জামিয়া শায়খুল হাদিস মাওলানা ফজলুর রহমান খান এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করেন মদীনার মসজিদে কুবরা ও মসজিদে যুল ক্বিবলাতাইনের সাবেক ইমাম, মদীনা মুনাওয়ারাহ’র সিনিয়র উস্তাদ আল্লামা শায়খ ডক্টর মুহাম্মদ ইয়াকুব আদ দেহলভী আল মাদানী।
বিশেষ অতিথি হিসেবে নসিহাত পেশ করেন হযরত মাওলানা মুফতী রশিদুর রহমান ফারুকী বর্ণভী, শায়খুল হাদীস আল্লামা ফযলুর রহমান খান বানিয়াচঙ্গী, হযরত মাওলানা মুজিবুর রহমান চাঁদপুরী, মুফাসসিরে কোরআন মাওলানা তাফাজ্জুল হক আজিজ ঢাকা, হযরত মাওলানা তাহফিমুল হক হবিগঞ্জী, ডক্টর মাওলানা শুয়াইব আহমদ ইউ.কে হযরত মাওলানা আলী হাসান উসামা ঢাকা, হযরত মাওলানা উবায়দুর রহমান হুযায়ফী ঢাকা প্রমুখ।
এছাড়াও জামিয়ার শাখা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া ক্বাওমিয়া মহিলা মাদরাসায় সকাল-১০.৩০ থেকে দুপুর-১টা পর্যন্ত মহিলাদের জন্য বিশেষ বয়ান অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে বিগত বছরের বার্ষিক রিপোর্ট পেশ করেন জামিয়ার প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ।
মাহফিলের শেষে দেশ ও জাতীর জন্য দোয়া করেন আল্লামা শায়খ ডক্টর মুহাম্মদ ইয়াকুব আদ দেহলভী আল মাদানী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন