সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
সিলেটের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার ৫ জন যাত্রী নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-তামাবিল সড়কের ফেরিঘাট নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
এ তথ্যটি নিশ্চিত করে জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ জানান, নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।
নিহতরা হলেন, জৈন্তাপুরের পাখিবিল গ্রামের অটোরিকশা চালক হোসেন আহমদ (৩৫), একই উপজেলার রূপচেঙ গ্রামের মৃত জামাল আহমদের স্ত্রী সাদিয়া বেগম (৩৫), তার চার মাসের শিশু সন্তান শাহাদত হোসেন, ৭ বছরের মেয়ে সাবিয়া বেগম ও হাবিবুন্নেছা (৩৩)। তারা সকলেই একই পরিবারের।
আহতরা হলেন, জৈন্তাপুরের রূপচেঙ গ্রামের মৃত আরজান আলীর ছেলে ও নিহত সাদিয়া বেগমের ভাসুর মো. জাকারিয়া (৫০) ও জাকারিয়ার স্ত্রী হাসিনা বেগম (৪০)।
পুলিশ জানায়, পাথর পরিবহনের জন্য সিলেট থেকে একটি ট্রাক জাফলংয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় ট্রাকটি জৈন্তাপুরের ফেরিঘাট এলাকায় যাওয়া মাত্র গ্রামের ভেতরের রাস্তা থেকে একটি সিএনজি অটোরিকশা সিলেট-তামাবিল সড়কে ওঠলে এসময় দ্রুতগতির ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। গুরুতর আহত আরো ২ জন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন