সিলেটের দক্ষিণ সুরমায় সিমেন্ট বোঝাই ট্রাক দোকানের ভেতরে
সিলেটের দক্ষিণ সুরমার বাইপাস রোড দাউদপুর এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় কয়েকটি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে।
২৬ মে বিকেলে ঘটে যাওয়া এই দূর্ঘটনায় কোন ক্ষতিপূরণ না পাওয়ার ব্যবসায়ী লোকসানের মুখে পড়েছেন ৩টি দোকান এবং মার্কেট মালিক।
জানা যায়, শাহ সিমেন্টে মালবোজাই একটি ট্রাক মঙ্গলবার বিকেলে নিয়ন্ত্রন হারিয়ে দাউদপুরস্থ সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদের মালিকানধীন মার্কেটে ডুকে পড়ে। এতে নয়ন ভলকানাইজিং,পারভেজ স্টোর ও দিনাজপুর ট্রান্সপোর্ট নামে ৩টি ব্যাবসা প্রতিষ্টানের ব্যাপক ক্ষতি হয়।
এ ব্যাপারে মার্কেট মালিক মাওলানা লোকমান আহমদ জানান দূর্ঘটনার পরপরই ব্যবসায়ীরা চালকসহ ট্রাকটি আটক করেন। দক্ষিণ সুরমা থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে।
গাড়ির মালিকের অনুরোধে আমরা মালবাহী গাড়িটি ছেড়ে দেই। কিন্তু ৪ দিনপরও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের কোন ক্ষতিপুরন দেওয়া হয়নি। এতে ব্যাপক লোকসানে পড়েছে ৩টি দোকানের ব্যবসায়ীরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন