সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় নিহত-৩
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/04/Sylhet.gif)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
৩১ মার্চ (বুধবার) বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।
জানা যায়, হবিগঞ্জ থেকে সিলেটে আসার পথে হবিগঞ্জ এক্সপ্রেসের একটি বাস একটি সিএনজি অটোরিক্সাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিক্সা দুমড়ে মুচড়ে যায় এবং দুজন নিহত হন।
অপর একজন সিলেট ওসমানী হাসপাতালে যাওয়া পথে মৃত্যু হয়।
যারা নিহত হয়েছেন তারা হলেন- ওসমানীনগরের নিজ কুরুয়া এলাকার মৃত তহির উল্লাহর ছেলে অটোরিক্সা চালক শামীম আহমদ (৩৫), বিশ্বনাথে চানসিকাপন গ্রামের হোমিও চিকিৎসক চেরাগ আলীর স্ত্রী রাহেলা বেগম (৪৮) ও তার মেয়ে কামরুন নেছা শিপা (২০)।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্মতা মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ঘাতক বাসটিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন তবে বাস ড্রাইভার পালিয়ে যায় বলে জানা গেছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন