সিলেটের বিশ্বনাথে অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/01/pic.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যুক্তরাজ্যের গ্লোবাল ‘ল’ সলিসিটরের প্রিন্সিপাল, বিশিষ্ঠ আইনজীবি ব্যারিস্টার আব্দুস শহীদ বলেছেন, আমাদের সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষকে বিভিন্ন দুর্যোগকালীন সময়ে সহায়তার পাশাপাশি তাদেরকে আত্মনির্ভরশীল করতে যদি স্থানীয় বিত্তবান ও প্রবাসীরা বিভিন্ন উদ্যোগ গ্রহন করলে ভুক্তভোগীরা বেশী উপকৃত হবে এবং দরিদ্র সংখ্যা কমে আসবে।
তিনি গতকাল সোমবার বিকেলে বিশ্বনাথে সওজ’র ডাক বাংলোয় ব্যারিস্টার আব্দুস শহীদের অর্থায়নে ও বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ২ শতাধিক অসহায়, দু:স্থ পরিবারের সদস্যদের মধ্যে কম্বল বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারী কলেজের সাবেক প্রভাষক, যুক্তরাজ্য প্রবাসী বাবরুল হোসেন বাবুল, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।
অনুষ্ঠানে সংগঠক ও সাহিত্যকর্মী এম. জায়েদ আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু মাওলানা শহিদুর রহমান, মো. নুর উদ্দিন, আহমদ আলী হিরণ, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বিরসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন