সিলেটের বিশ্বনাথে আল মাদরাসাতুল হানাফিয়্যায় প্রবাসীদের সংবর্ধনা
সিলেটের বিশ্বনাথ পৌরশহরে অবস্থিত আল মাদরাসাতুল হানাফিয়্যাহ ও এতিমখানায় দুই প্রবাসীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। (৭ জুলাই) রবিবার দুপুরে মাদরাসার হল রুমে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসার ছাত্র তালহা আহমদ ও মাদরাসার পরিচালক মাওলানা শহিদুর রহমান এর সভাপতিত্বে ও মাদরাসার ছাত্র মুহাম্মদ আলীর পরিচালনায় অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি ছিলেন বিশ্বনাথ এইড ইউকের সদস্য, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ট ইউকের ট্রাষ্টী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আবুল কালাম, বিশ্বনাথ স্পোটর্স অর্গানাইজেশন ইউকের সাধারন সম্পাদক।
বিশ্বনাথ ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সমাজ সেবক নজরুল ইসলাম রুহেল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি, বিশ্বনাথ নিউজ বিডি ২৪ কম এর সম্পাদক তজম্মুল আলী রাজু, আজকের বিশ্বনাথ ডট কম এর সম্পাদক মুস্তাক আহমদ মোস্তফা, আলোকিত সুুরের প্রতিষ্টাতা এম কাওছার আহমদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক দেলোয়ার হোসেন, রুহেল মিয়া, হাফিজ শামিম আহমদ প্রমুখ। সংবর্ধনা ও দোয়া মাহফিল শেষে সংবর্ধিত অতিথিদেরকে মাদরাসার পক্ষথেকে সম্মাননা স্মারকগ্রন্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানের বক্তারা বলেন, সুন্দর সমাজ গঠনে ইসলামী শিক্ষার বিকল্প নেই। ইসলামী শিক্ষাই জাতির মেরুদন্ড। তাই ইসলামী শিক্ষাকে সর্বস্থরে চালু করা ও শিক্ষা অর্জন করা প্রত্যেকের দায়িত্ব। ইসলামী শিক্ষাই আগামী দিনের ভবিষ্য। এই ছোট ছোট কুরআনের পাখিদেরকে আমরা মোবারকবাদ জানাই যে, খেলা ধুলার মাঠে না থেকে কষ্ট করে কুরআন শিক্ষা অর্জন করছে।
বক্তারা আরো বলেন, পাশাপাশি প্রবাসীদের পাঠানো র্যামিটেন্স দেশের অর্থনীতিতে অন্যতম চালিকা শক্তি। দেশ ও বি ত মানুষের উন্নয়নে অবদান ব্যাপক। দেশের শিক্ষা ক্ষেত্রে ও মাদরাসার উন্নয়নের প্রবাসীদের গুরুত্বপূর্ন অবদান রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন