সিলেটের বিশ্বনাথে আল মাদরাসাতুল হানাফিয়ায় বিশিষ্ট ব্যবসায়ীকে সংবর্ধনা

সিলেটের বিশ্বনাথ পৌরশহরে অবস্থিত আল মাদরাসাতুল হানাফিয়্যাহ ও এতিমখানায় বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও রেখা ইলেক্ট্রনিক্স পুরান বাজার বিশ্বনাথ এর সত্ত্বাধিকারী ফয়জুর রহমান আল মাদরাসাতুল হানাফিয়্যায় আগমণ উপলক্ষে এক সংবর্ধনা প্রদান করা হয়েছ্।

(১২ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে মাদরাসার হল রুমে সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসার ছাত্র মুহাম্মদ আলী ও মাদরাসার পরিচালক মাওলানা শহিদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানের সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও রেখা ইলেক্ট্রনিক্স পুরান বাজার বিশ্বনাথ এর সত্ত্বাধিকারী ফয়জুর রহমান, তিনি তার বক্তব্যে বলেন, ভালো কাজে সহযোগিতা করার মধ্য দিয়ে আল্লাহর পক্ষ থেকে নেকি অর্জন করা যায়।

সেই কাজ যদি হয় মসজিদ-মাদ্রাসা নির্মাণের জন্য তাহলে তো কথাই নেই। কারণ, মসজিদ মাদ্রাসায় দান করা সদকায়ে জারিয়ার অংশ। তিনি আরো বলেন,কেউ যদি দরিদ্র ছাত্রদের সহযোগীতা ও মাদ্রাসা ভবন নির্মাণ, কিতাব-পত্র দান ও এসব আনুষঙ্গিক বিষয়ে অর্থ খরচ করে তাহলে মৃত্যুর পর কবরে শুয়েও এসবের দ্বারা অর্জিত সওয়াব তার আমলনামায় যুক্ত হতে থাকবে। তিনি মাদরাসায় সার্বিক সহযোগিতা করার আশার ব্যক্ত করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক হাফিজ কামাল আহমদ সংগঠক রুবেল আহমদ, গার্ডিয়ান আলমগীর, আনু মিয়া, সোহেল আহমদ, গিয়াস উদ্দিন প্রমুখ। সংবর্ধিত অতিথিদেরকে মাদরাসার পক্ষথেকে সম্মাননা স্মারকগ্রন্থ প্রদান ও ছাত্রদের পক্ষথেকে ফুলের তোরা দিয়ে বরণ করেন সংবধিত অতিথিদেরকে।