সিলেটের বিশ্বনাথে আল মাদরাসাতুল হানাফিয়ায় প্রবাসীকে সংবর্ধনা
সিলেটের বিশ্বনাথ পৌরশহরে অবস্থিত আল মাদরাসাতুল হানাফিয়্যাহ ও এতিমখানায় যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট ব্যবসায়ী, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ট ইউকের সাধারন সম্পাদক, জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়া মাদরাসার বদর ফান্ড ইউকের চেয়ারম্যান, শিক্ষানুরাগী, গরীব দু:খী মেহনতি মানুষের বন্ধু গুলজান খাঁন আল মাদরাসাতুল হানাফিয়্যায় আগমণ উপলক্ষে এক সংবর্ধনা প্রদান করা হয়েছ্।
গত ২৮ ডিসেম্বর শনিবার দুপুরে মাদরাসার হল রুমে সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসার ছাত্র মুরছালিন আহমদ ফাহিম ও মাদরাসার পরিচালক মাওলানা শহিদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানের সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট ব্যবসায়ী।
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ট ইউকের সাধারন সম্পাদক, জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়া মাদরাসার বদর ফান্ড ইউকের চেয়ারম্যান, শিক্ষানুরাগী, গরীব দু:খী মেহনতি মানুষের বন্ধু গুলজান খাঁন, অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থে দেশের উন্নয়ন শিক্ষা চিকিৎসা সহ অর্থনীতির চাকা সচল রয়েছে।
বিশেষ করে ইসলামিক কাজ ও কুরআনের খেদমতে প্রবাসীদের অবদান অপরিহার্য। যারা নিঃস্বার্থে আল-কোরআনের খেদমতে সর্বদা নিয়োজিত থাকেন তারাই সমাজের শ্রেষ্ঠ মানুষ।
মহাগ্রন্থ আল কোরআন এর বাণী সর্বত্র পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। বক্তারা আরো বলেন, প্রবাসীরা আল কোরআন এর খেদমত, দেশের উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে ভূমিকা রাখছেন। বক্তারা মহাগ্রন্থ আল কোরআন শিক্ষার কার্যক্রম অব্যাহত রাখতে সকলকে এগিয়ে আসার আহবান জানান। তিনি মাদরাসায় সার্বিক সহযোগিতা করার আশাও ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী শানুর আলী,এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক হাফিজ কামাল আহমদ সংগঠক রুবেল আহমদ, গার্ডিয়ান আলমগীর, আনু মিয়া, নাঈম আহমদ, রাজা মিয়া, সোহেল আহমদ, গিয়াস উদ্দিন প্রমুখ। সংবর্ধিত অতিথিদেরকে মাদরাসার পক্ষথেকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও ছাত্রদের পক্ষথেকে ফুলের তোরা দিয়ে বরণ করেন সংবধিত অতিথিদেরকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন