সিলেটের বিশ্বনাথে উপজেলা-পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
সিলেটের বিশ্বনাথে ‘উপজেলা ও পৌর’ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন ২১ ডিসেম্বর শনিবার রাতে সম্পন্ন হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য অধ্যক্ষ আব্দুল হান্নান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার এদেশে গুম-খুন ও হত্যার রাজনীতি করেছে। তাই এদেশের মাটিতেই তাদের বিচার দেখতে চান দেশবাসী। তিনি আরোও বলেন, দেশ ও দেশের মানুষের কল্যাণে এবং ইসলামী অর্থনীতি ও শ্রম নীতি বাস্তবায়নে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মকান্ড তুলে ধরেন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের দাওয়াত এদেশের সকল শ্রমজীবি মানুষের কাছে পৌঁছাতে গুরুত্ব আরোপ করেন।
আগামীতে সুন্দর, দুর্নীতিমুক্ত ও সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, এমন নেতৃত্ব কে ক্ষমতায় আনতে দেশের জনগণকে আহবান জানান। এ দেশ নিয়ে আর যেন কোন ষড়যন্ত্র না হয়, সেদিকে সরকারকে স্বজাগ দৃষ্টি রাখতে হবে।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিদায়ী সভাপতি জাহেদুর রহমানের সভাপতিত্বে ও পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী আরাফাত আলীর পরিচালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদের সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফখরুল ইসলাম খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্ঠা ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌরসভা প্রধান উপদেষ্ঠা ও পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচএম আখতার ফারুক।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল গফ্ফার ও স্বাগত বক্তব্য রাখেন পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহীন আহমদ রাজু। এসময় অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশন’সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন