সিলেটের বিশ্বনাথে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে ৩০ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৫ নভেম্বর) উপজেলা মডেল মসজিদ হলরুমে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম মাদানিয়া বিশ্বনাথ মাদারাসার শিক্ষা সচিব মুফতি মাওলানা শানুর আলী

হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ আব্দুল ওয়াহিদ’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাফিজ মাওলানা শাহেদ আহমদ ও মাওলানা মুখতার হোসাইন’র যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন সিলেট জেলার শাখার সাংগঠনিক সম্পাদক ও পরিক্ষক হাফিজ হাতেম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ রেজওয়ান আহমদ, পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল জলিল, লন্ডন প্রবাসী জে এম রাহিম জুবায়ের, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালিক, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বিশ্বনাথ উপজেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা শহিদুর রহমান,মাদানিয়া মাদরাসার শিক্ষক হাফিজ আব্দুল মুমিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা নজরুল ইসলাম, হোসাইন আহমদ, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বিশ্বনাথ উপজেলা শাখার সিনিয় সহ সভাপতি হাফিজ শওকত আহমদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বিশ্বনাথ উপজেলা শাখার যুগ্ম সম্পাদক হাফিজ ফয়জুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ আসরারুল হক সহ উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

হিফজুল কুরআন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা থেকে মোট ৬৫ জন ছাত্র ৪ টি গ্রুপে অংশগ্রহণ করেন। তন্মধ্যে ২৯ জনকে বিজয়ী নির্বাচিত করা হয় এবং অনুষ্ঠান শেষে তাদের হাতে ক্রেষ্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।

৫ পারা গ্রুপে বিজয়ীরা হলেন যারা, মামুন আহমদ, সোয়েব আহমদ, নুহাদ হোসেন, ফাহিম আহমদ, সালমান হক মাহদী, আব্দুল্লাহ রায়হান, আব্দুল্লাহ আল মামুন।

১০ পারা গ্রুপে বিজয়ীরা হলেন যারা, মাসুম আহমদ, সামিউল ইসলাম, তানভীর আহমদ, হাইয়্যুল রহমান আরিফ খান, মতিউর রহমান, আবু সুফিয়ান, সাইদুল ইসলাম, ২০ পারা গ্রুপে বিজয়ীরা হলেন যারা, মাসুম আহমদ, ফারহান আহমদ, মাহবুবুর রহমান মামুন, মুরসালিন আহমদ জিছান, সাইদ আহমদ, রায়হান আহমদ, আব্দুল্লাহ ইউসুফ।

৩০ পারা গ্রুপে বিজয়ীরা হলেন যারা, জুবায়ের আহমদ, সানোয়ার, জাফর আহমদ, খুবাইব আহমদ, আব্দুল্লাহ আল মারুফ, রায়হান আহমদ, ঝুমন আহমদ।