সিলেটের বিশ্বনাথে ‘২য় আন্তঃ বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় ক্রিকেট টুর্ণামেন্ট’র উদ্বোধন

সিলেটের বিশ্বনাথে বেলুন উড়িয়ে ‘বিশ্বনাথ স্পোটর্স ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকে’র উদ্যোগে আয়োজিত ‘২য় আন্তঃ বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় ক্রিকেট টুর্ণামেন্ট’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী ম্যাচে বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা ২ উইকেটে ১ম আসরের চ্যাম্পিয়ন হাজী ইয়াছিন উল্লাহ বেতসান্দি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে টুর্ণামেন্টের শুভ সূচনা করেছে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের অধিনায়ক সোহান।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকালে নাজির বাজার সংলগ্ন মাঠে উদ্বোধক হিসেবে বেলুন উড়িয়ে উপজেলা ২২টি ‘উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসা’র ক্রিকেট দল নিয়ে অনুষ্ঠিত টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন বিশ্বনাথ স্পোটর্স ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকে’র যুগ্ম সম্পাদক মুশফিকুর রহমান শিপন ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি ও বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক।
বিশ্বনাথ স্পোটর্স ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকে’র বাংলাদেশ কমিটির সভাপতি ফখরুল আহমদের সভাপতিত্বে ও ২য় আন্তঃ বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় ক্রিকেট টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আরকুম আলীর পরিচালনায় অনুষ্ঠিত টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি দয়াল উদ্দিন তালুকদার,
বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নবীন সুহেল, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার রাহীন আহমদ, ৫নং ওয়ার্ডের মেম্বার তানভীর হোসেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ স্পোটর্স ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকে’র বাংলাদেশ কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন