সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন

বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার ৫ অক্টোবর সারা বাংলাদেশে কেন্দ্রীয় কর্মসুচী মোতাবেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিগত ০১/১০/২৫, সকাল ৯টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত, ইপি আই টিকাদান,টিসিভি ক্যাম্পেইন,অনলাইন রেজিষ্ট্রেশন, রিপোর্ট রিটার্ন, অনলাইন, অফলাইন সহ যাবতীয় কর্মকাণ্ড বর্জন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী দিবাংশু গুন এর সভাপতিত্বে স্বাস্থ্য সহাকারী মোঃ মুহিবুর রহমানের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় অত্র স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সকল স্বাস্থ্য সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য প্রদান করেন, স্বাস্থ্য সহকারী কায়েস আহমদ, আরজ আলী,শুধাংশু দেবনাথ প্রমুখ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন