সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন

বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার ৫ অক্টোবর সারা বাংলাদেশে কেন্দ্রীয় কর্মসুচী মোতাবেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিগত ০১/১০/২৫, সকাল ৯টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত, ইপি আই টিকাদান,টিসিভি ক্যাম্পেইন,অনলাইন রেজিষ্ট্রেশন, রিপোর্ট রিটার্ন, অনলাইন, অফলাইন সহ যাবতীয় কর্মকাণ্ড বর্জন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী দিবাংশু গুন এর সভাপতিত্বে স্বাস্থ্য সহাকারী মোঃ মুহিবুর রহমানের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় অত্র স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সকল স্বাস্থ্য সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য প্রদান করেন, স্বাস্থ্য সহকারী কায়েস আহমদ, আরজ আলী,শুধাংশু দেবনাথ প্রমুখ।