সিলেটের বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সিলেটের বিশ্বনাথে পৌর শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে ‘বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশন’র ২০২৪-২৫ ক্রীড়া মৌসুম কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাপক আলাপ-আলোচনা সাপেক্ষে সর্বসম্মতিক্রমে সংগঠনের বর্তমান কমিটি বিলুপ্ত করে ২০২৫-২৬ ক্রীড়া মৌসুমের নতুন কমিটি গঠনের লক্ষ্যে ১০ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা করা হয়।
২০২৫-২৬ ক্রীড়া মৌসুমের জন্য উপজেলার বিভিন্ন অঞ্চলের ১৪টি ক্রিকেট ক্লাব করছে। নতুন মৌসুমের কমিটির নেতৃত্বে আসার জন্য সভাপতি পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের বর্তমান কমিটির সিনিয়র সহ সভাপতি মিছবাহ খান ও সহ সভাপতি আমির হামজা রুকেল এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন এসোসিয়েশনের সাবেক অফিস সম্পাদক সুহাগ মিয়া ও উপজেলা ক্রিকেট দলের নাইম উদ্দিন (ছক্কা নাইম)।
তবে সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় পুনরায় নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম সাব্বির।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি ও বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ.কের ট্রেজারার আবু শাহাদৎ মোহাম্মদ মনসুর। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার।
বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি আরব শাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ টিপু’র পরিচালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি তারেক আহমেদ খজির, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি রাসেল আলী, সাবেক সিনিয়র সহ সভাপতি এম আহমদ আমিম, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আহমদ, লুৎফুর রহমান জুয়েল।
বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মিছবাহ খান, সহ সভাপতি আমির হামজা রুকেল, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির, দশঘর ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রুফু মিয়া, ভারপ্রা সাধারণ সম্পাদক শামীম উদ্দিন।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি ও বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরকে প্রধান করে ২০২৫-২৬ ক্রীড়া মৌসুমের নতুন কমিটি গঠনের লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশনের সদস্যরা হলেন- দয়াল উদ্দিন তালুকদার, তারেক আহমদ খজির, শামসুল ইসলাম মোমিন, রাসেল আলী, ফখরুল আহমদ, লুৎফুর রহমান জুয়েল, আরব শাহ, শাহ টিপু, এ এম আমিম। এসময় সভায় ক্রিকেট এসোসিয়েশনের কর্মকর্তা, খেলোয়াড়, আম্পায়ার-স্কোরার’সহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




