সিলেটের মানুষ মানছেন না লকডাউন ।। চলছে যানবাহন!
সিলেটে জুড়ে লকডাউন মানতে অনীহা প্রকাশ সাধারণ মানুষের। চলছে নিমিয়ত যানবাহন।
সকাল থেকে সিলেট নগরীর বিভিন্ন চিত্র ঘুরে দেখা যায়, নগরীতে বেশির ভাগই দোকান পাঠ খোলা। নিয়মিত মানুষ ও যানবাহন চলাচল করছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ৭ দিনে জন্য কঠোর বিধি আরোপ করে লকডাউন ও গণপরিবহণ বন্ধ থাকার নির্দেশনা দেয়া হয়েছে। সব নির্দেশনা উপেক্ষা করে মানুষ ঘরে থেকে পেটের তাগিতে বাহির হয়ে গেছেন। সিলেট নগীর প্রাণকেন্দ্র বন্দরবাজার,কালিঘাট, আম্বারখানা, জিন্দাবাজার, শিবগঞ্জ, সোবহানীঘাট, সুবিধবাজার, কদমতলী পয়েন্ট, টিলাগড় পয়েন্টে সচরাচর যানবাহন, মানুষ জন চলা ফেলা করতে দেখা যায়। প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বার-বার তাগিত দিয়ে আসলে সাধারণ মানুষ উল্টো পথে হাটছেন। গত কয়েক দিনে সিলেটে স্বাস্থ্যবিধি না মানার কারণে প্রতিনিয়িত বাড়তে থাকে করোনা প্রকোপ।
সোমবার (৫ এপ্রিল) লকডাউনের সংবাদ শুনার পর ৪ এপ্রিল (রোবাবার) সকাল ৭ টা থেকে সিলেটে ব্যবসা প্রতিষ্ঠান ও বিকেলে সিলেটে নগরীতে যানজট সাধারণ মানুষের চলা ফেরা ছিল চোখে পড়ার মতো। তবে লকডাউনের সকল নির্দেশনা মেনে নিয়ে সিলেটের সরকারি ও আধা সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টার বন্ধ দিয়েছেন কর্তৃপক্ষ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন