সিলেটে আবারও দুই দফা ভূকম্পন
সিলেটে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কয়েক মিনিটের ব্যবধানে পরপর দুইবার ভূমিকম্প অনূভূত হয়। এতে নগরবাসীর মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়।
অনেকেই বাসা-বাড়ি ও অফিস থেকে বেরিয়ে রাস্তায় ভিড় করেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী।
এর আগে গত ২৯ মে পর পর চারবার মৃদু ভূ-কম্পন হয় সিলেটে। তার মধ্যে দুই নম্বর ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।
দফায় দফায় এমন কম্পনে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আবহাওয়াবিদ ও বিশেষজ্ঞরা বলেছেন সাধারণত দফায় দফায় মৃদু কম্পন বড় কোন ভূমিকম্পের পূর্বাভাস।
বিশেষজ্ঞরা জানান, সিলেটে এমন আর কখনো হয়নি। যদিও দীর্ঘদিন ধরেই ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে সিলেট অঞ্চল। বিশেষ করে তিনটি প্লেটের সংযোগস্থলে বাংলাদেশে। ভূমিকম্পের প্রিশক ও আফটারশক থাকে। অনেক সময় বড় ভূমিকম্পের আগে ছোট কম্পন হয়। আবার বড় ভূমিকম্প হলে তারপর ছোট ছোট কম্পন হয়। যেহেতু সিলেট অঞ্চল ভূমিকম্প প্রবণ সেজন্য সতর্ক থাকতে হবে। তাছাড়া ওই অঞ্চলে ইতিহাস আছে বড় ভূমিকম্পের।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন