সিলেটে এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হোসাইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে সিলেট জেলা জাপা কমিটির পক্ষ থেকে নানা কর্মসূচী পালিত হয়েছে।
১৪ জুলাই (বুধবার) বাদ আসর সিলেট হয়রত শাহ্ জালাল (র.) মাজার মসজিদে বিশেষ খতম ও মিলাদ মাহফিল, দোয়া প্রার্থনার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এ.টি ইউ তাজ রহমান, সাবেক প্রেসিডিয়াম সদস্য মো. আতিকুর রহমান আতিক, সিলেট জেলা আহ্বায়ক আলহাজ্ব কুনু মিয়া, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সাব্বি আহমদ, সিলেট জেলা জাপার সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয় যুব সংঘতি’র ভারপ্রাপ্ত সভাপতি আশিকুর রহমান, যুব সংঘতির নেতা রাবেল আহমদ, দেলওয়ার হোসেন দিলু, সেলিম আহমদ প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন