সিলেটে পাথর তুলতে গিয়ে নিহতদের পাঁচজনই মাদ্রাসাছাত্র

সিলেটের কানাইঘাটে নদী তীর থেকে পাথর তুলতে গিয়ে ভূমিধসের ঘটনায় আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ভূমিধসের ওই ঘটনায় পাঁচ মাদ্রাসা ছাত্রসহ মোট ছয়জনের মরদেহ উদ্ধার করা হলো।

মঙ্গলবার সকাল নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাংলাটিলা এলাকার ইউনূস আলীর ছেলে জাকির, আলমাস মিয়ার দুই ছেলে নাহিদ ও শাকিল, মুসাব্বির আলীর ছেলে মারুফ, আনা মিয়ার ছেলে আবদুল কাদির এবং আবদুল বারীর ছেলে সুন্দর আলী। এদের মধ্যে প্রথম পাঁচজন ডাউকেরগুল নেসারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। আর সুন্দর আলী ওই এলাকারই বাসিন্দা।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার মুলাধুল এলাকার একটি কোয়ারিতে পাথর তোলার সময় হঠাৎ ধস নামে। এতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

কানাইঘাটের এই এলাকাটিতে পাথর তুলতে গিয়ে আগেও দুর্ঘটনা ঘটেছে। এখানে পাথর তোলার ব্যাপারে প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে। তবে কিছু শ্রমিক লোভের বশবর্তী হয়ে সেখানে পাথর তুলতে যায়। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।