সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সাংগঠনিক সফরে সিলেট পৌঁছেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৩টায় সিলেট আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।

এদিকে সিলেট সিটি নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে নানা প্রত্যাশা দলীয় সম্ভাব্য প্রার্থীদের। কে হবেন আওয়ামী লীগের প্রার্থী, তা নিয়েও হয়তো ধারণা পাবে দল। প্রধানমন্ত্রীর সিলেট সফর নির্বিঘ্ন ও সফল করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী সিলেট সফরে মাজার জিয়ারত, রাজনৈতিক সমাবেশ ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সফরকালে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

উদ্বোধন প্রকল্পগুলোর তালিকায় রয়েছে- হযরত গাজী বোরহান উদ্দিনের (রহ.) মাজার উন্নয়ন, মহিলা এবাদতখানা নির্মাণ, মাজারের সৌন্দর্যবর্ধন, মাজারের যাতায়াতের প্রধান রাস্তা ২ কিলোমিটার প্রশস্তকরণ ও উন্নয়ন, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের ছয় তলা ভিত বিশিষ্ট নতুন একাডেমিক ও প্রশাসনিক ভবন, পিরিজপুরে সার পরীক্ষাগার ও গবেষণাগার ভবন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা অফিস, সিলেট বিভাগীয় ও জেলা এনএসআই কার্যালয় ভবন, সিলেট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, সিলেট সিটি করপোরেশন ভবন, নগরীর বাবুছড়ার আরসিসি ইউ টাইপ ড্রেন নির্মাণকাজ, জালালাবাদ রাস্তা সম্প্রসারণ ও উন্নয়নকাজ, সিলেট- সুনামগঞ্জ বাইপাস সড়ক উন্নয়ন, মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক, রশিদপুর-বিশ্বনাথ-লামাকাজী সড়কের কাজ, সিলেট-গোলাপগঞ্জ-চারখাই-জকিগঞ্জ সড়ক, দরবস্ত-কানাইঘাট-শাহবাগ সড়কের মজবুতীকরণসহ ওভারলে এর কাজ, ঢাকা (কাঁচপুর)-ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল-জাফলং সড়কের (সিলেট-শেরপুর অংশ) মজবুতীকরণসহ ওভারলে এর কাজ, শেরপুর টোল প্লাজার উন্নয়নকাজ, জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, কানাইঘাট সড়ক ও তিন তলাবিশিষ্ট প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার ভবন।

সিলেটে নিরাপত্তা জোরদার-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) দেওয়া ছক অনুযায়ী সাজানো হয়েছে নিরাপত্তাব্যবস্থা। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আবদুল ওয়াহাব (গণমাধ্যম) এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরাণ (রহ.) এবং গাজী বোরহান উদ্দিনের মাজার জিয়ারত করবেন। এ উপলক্ষে এই তিন আউলিয়ার মাজার ও আশপাশ এলাকাগুলোতে বিশেষ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সিলেট নগরে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।