সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ৬৩৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন
সিলেট জুড়ে ২০২২ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে সবচেয়ে বেশি। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট বিভাগে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ)-এর আওতাধীন রাস্তাসমূহ মেরামত ও পুণর্বাসনে ৬৩৫ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতু বিভাগের সচিব এ বি এম আমিন উল্যাহ নূরীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত সভায় সিলেট বিভাগের ৩১টি রাস্তা মেরামতের বিষয়টি অনুমোদিত হয়।
সিলেট সওজ সূত্র জানায়, প্রকল্পের আওতায় সিলেটের বহুল আলোচিত শেওলা-সুতারকান্দি সড়ক, গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারাবাজার সড়ক, রাজনগর-কুলাউড়া-জুড়ী-বড়লেখা-বিয়ানীবাজার-শেওলা-চারখাই সড়কের বিভিন্ন অংশ, বীর মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরী সড়ক, শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ-নবীগঞ্জ- শেরপুর (আউশকান্দি) সড়ক, ঢাকা (কাঁচপুর)-ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল-জাফলং সড়কের বিভিন্ন অংশ, সিলেট-সুনামগঞ্জ সড়কের বিভিন্ন অংশ, হবিগঞ্জ-বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ-শাল্লা সড়ক, সিলেট- গোলাপগঞ্জ-চারখাই-জকিগঞ্জ সড়ক, মদনপুর-দিরাই-শাল্লা সড়ক, জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক, সুনামগঞ্জ- দোয়ারাবাজার সড়ক, বানিয়াচঙ্গ-নবীগঞ্জ সড়ক, কুলাউড়া-ব্রাক্ষণবাজার ফেঞ্চুগঞ্জ উপজেলা সংযোগ সড়ক, জুড়ি-ক্লিভডন কুলাউড়া সড়ক এবং কুলাউড়া গাজীপুর-জুড়ী-সাগরনাল উপজেলা সংযোগ সড়ক, দরবস্ত-কানাইঘাট-শাহবাগ সড়ক, সুনামগঞ্জ-কাচিরগাতি-বিশ্বম্ভরপুর সড়ক, পাগলা-জগন্নাথপুর-রাণীগঞ্জ-আউশকান্দি সড়ক, সারী-গোয়াইনঘাট সড়ক, রশিদপুর-বিশ্বনাথ-রাশপাশা-লামাকাজি সড়ক, নিয়ামতপুর-তাহিরপুর সড়ক, কোম্পানীগঞ্জ-ছাতক সড়ক, ভাদেশ্বর-মিরগঞ্জ-মানিককোনা- ফেঞ্চুগঞ্জ সড়ক, দাউদাবাদ-দাউদপুর-ভাদেশ্বর (ঢাকা দক্ষিণ) সড়ক, জুড়ি-লাঠিটিলা সড়ক, বড়লেখা-শাহবাজপুর-লাতু সড়ক এবং চুনারুঘাট-আসামপাড়া-গাজিপুর ইউপি বাল্লা বিজিবি ক্যাম্প রোড সংস্কার ও পুনর্বাসন হবে।
এ বছর বন্যায় অধিক ক্ষতিগ্রস্ত সড়ক ও সড়কাংশসমূহ ২০২২-২০২৩ অর্থ বছরে পিএমপি (সড়ক-মেজর) কর্মসূচিতে অসন্তর্ভুক্তির মাধ্যমে জরুরি মেরামত ও পুনর্বাসনের লক্ষ্যে মাঠ পর্যায়ের প্রকৌশলীরা অধিকতর যাচাই বাছাই করে প্রাক্কলন প্রস্তুত করেন।
সওজের প্রধান প্রকৌশলীর মাধ্যমে এ প্রাক্কলন সড়ক ও মহাসড়ক বিভাগে প্রেরণের করা হয়। এ প্রকল্পে ব্যয় ধরা হয় ৬৩৫ কোটি ৬ লক্ষ ৯৫ হাজার টাকা। এ প্রকল্পই বুধবার (১৪ সেপ্টেম্বর) সভায় অনুমোদিত হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন