সিলেটে বাসর রাতে বর নিখোঁজ
সিলেটের গোয়াইনঘাটে বাসররাতে রহস্যজনকভাবে বর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে। দেখা দিয়েছে নানা রহস্য। তবে নিখোঁজের পরিবারের দাবি বরকে অপহরণ করা হয়েছে।
জানা যায়, রোববার তোয়াকুল ইউনিয়নের লক্ষ্মীনগর গ্রামের মঈন উদ্দিনের ছেলে ওমান ফেরত আসাব উদ্দিন বিবাহবন্ধনে আবদ্ধ হন একই গ্রামের সরকুম আলীর কন্যা শামিমা আক্তারের সঙ্গে। ওইদিন রাত ১০টার দিকে আসাব উদ্দিন তার বাড়ির পার্শ্ববর্তী মুদি দোকানে প্রয়োজনীয় জিনিসপত্র আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। রাতভর আত্মীয়-স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তার সন্ধান পাননি।
সোমবার আসাব উদ্দিনের মা আনোয়ারা বেগম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় ছেলেকে অপহরণের অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, বিয়ের রাত থেকে আসাদ উদ্দিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনাটি অপহরণ না আত্মগোপন তা পুলিশ খতিয়ে দেখছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন