সিলেটে রাস্তায় সন্তান প্রসব, অতঃপর…
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/03/image-27610-1521042280.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বিশ্বের উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও চালু হয়েছে জরুরি সেবা ‘৯৯৯’। এর ফলাফলও পাচ্ছেন দেশবাসী। বুধবার ৯৯৯ নম্বরে কল পেয়ে এক প্রসূতি মা ও তার নবজাতক শিশুকে রাস্তা থেকে উদ্ধার করেছে সিলেটের জালালাবাদ থানা পুলিশ।
পুলিশ জানায়, বুধবার বেলা আড়াইটায় শহরতলীর কুমারগাঁও বাসস্ট্যান্ড ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মাঝামাঝি স্থান থেকে ৯৯৯ নম্বরে কল দেন এক পথচারী। কল পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জালালাবাদ থানার এসআই সুজন তালুকদার।
তিনি যুগান্তরকে জানান, ‘দুপুর ২টার দিকে এক নারী রাস্তার পাশে সন্তান প্রসব করেন। ওই নারী মানসিক প্রতিবন্ধী হওয়ায় তার নবজাতক অনেক ঝুঁকিতে ছিল। এক পথচারী ৯৯৯ নম্বরে কল দেন। কল পেয়ে সেন্ট্রাল ডেস্ক থেকে আমাদের জানানো হলে আমরা তাৎক্ষণিক গিয়ে মা ও শিশুকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি।’
এসআই সুজন বলেন, ‘মাকে হাসপাতালের দ্বিতীয়তলার গাইনি ওয়ার্ডে ও নবজাতক ছেলে শিশুকে পঞ্চমতলার ২১নং ওয়ার্ডে ভর্তি করা হয়। প্রসূতি মা মানসিক প্রতিবন্ধী হওয়ায় তার নিজের ও স্বামীর নাম-ঠিকানা কিছুই জানাতে পারেনি। চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়েছেন মা ও ছেলে সুস্থ আছেন।’
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন