সিলেট টিটিসিতে বঙ্গবন্ধুর স্মৃতিচারণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট টিটিসির উদ্যোগে জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকীতে বঙ্গবন্ধুর স্মৃতিচারণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১১টায় টিটিসির ক্যাম্পাস প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ছবি দিয়ে তৈরিকৃত সমাদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন টিটিসির অধ্যক্ষ অধ্যক্ষ মোহাম্মদ নাহিদ নিয়াজ ও অফিসের কর্মকর্তা,কর্মচারীবৃন্দ।

দুপুর ১২ টায় টিটিসির হল রুমে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের (১৫ আগস্ট) নিহত সকল শহিদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে আলোচনা সভাও বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র ইন্সট্রাক্টও রেজাউল করিম, মিতা রানী সিনহা,মাজেদুর রহমান, ইন্সটাক্টর উৎপল চন্দ্র তালুকদার, ওমর ফারুক,আবু সাইদ, সোলেমান এবং জবপ্লেসমেন্ট অফিসার নিলুফার ইয়াসমিন নীলা।