সিলেট ঢাকা-মহাসড়কে ৫টি গাড়ির সংঘর্ষ; নিহত ১
সিলেট ঢাকা মহাসড়কে এক সঙ্গে ৫টি গাড়ির সংঘর্ষে ১জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রোববার (৬ আগষ্ট) সকাল ৯.১০ মিনিটের দিকে সিলেটের ওসমানীনগরের আহমদ নগরে।
নিহত ব্যক্তির নাম খলিলুর রহমান (৪৮)। তাঁর বাড়ি ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকার ব্রাক্ষণশাসন গ্রামে। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক ভাবে আহতের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
জানান যায়, এক সঙ্গে ৩ মিনিটের ব্যবধানে একটি ট্রাক, বাস, পিকআপ, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ ঘটেছে। ঘটনাস্থলে মোটরসাইকেলটি পিকআপের নিচে চাপা পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক খলিলুর রহমানের মৃত্যু হয়।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন