সিলেট নগরীতে দুপক্ষের গোলাগুলিতে নিহত ২
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/03/image-24783-1520322970.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সিলেট নগরীতে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষ ও গোলাগুলিতে দুজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর দক্ষিণ সুরমা বরইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাবুল আহমদ ও মাসুক মিয়া। তাদের বাড়ি একই এলাকায়।
স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে পূর্ব বিরোধের জের ধরে আলপু চেয়ারম্যান ও গৌছ উদ্দিনের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলাগুলির ঘটনা ঘটে।
এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নেয়ার পথে গৌছের পক্ষের দুজনের মৃত্যু হয়।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, কথাকাটির জের ধরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। এর আগে সোমবার রাতেও তাদের মধ্যে সংঘর্ষ হয়।
নগরীর দক্ষিণ সুরমার বরইকান্দি ৩নং রোডে এক যুবকের সঙ্গে কথা কাটাকাটি জের ধরে ১০নং রোডের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতদের মৃতদেহ এমএজি ওসমানী মেডিকেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন