সিলেট বিদ্বেষী ও আওয়ামীলীগের দালাল দুর্নীতিবাজ টিটিসির অধ্যক্ষের অপসারণের দাবিতে প্রতিবাদ

সিলেট বিদ্বেষী ও আওয়ামীলীগ সরকারে দালাল সিলেট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসির) বর্তমান অধ্যক্ষ মোহাম্মদ শেখ নাহিদ নিয়াজের অপসারণের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ আগষ্ট ২০২৫ইং (সোমবার) সন্ধ্যায় সিলেট মেন্দিবাগস্থ গার্ডেন টাওয়ারে সিলেট নাগরিক অধিকার পরিষদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন এর পরিচালনায় রুহুল ইসলামের সভাপতিত্বে ব্যাপক আলোচনা করা হয়।
এসময় সিলেট নগরীরর বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় অভিবাবক, সাবেক ছাত্র, ব্যবসায়ী, রাজনৈতিক কর্মীসহ বিভিন্ন পেশার প্রায় শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন।
স্থানীয়দের দাবি সিলেট টিটিসির বর্তমান ভারপ্রাপ্ত মোহাম্মদ শেখ নাহিদ নিয়াজ ও কম্পিউটার ল্যাবের ইনচার্জ ওফর ফারুক দীর্ঘ দিন উক্ত প্রতিষ্ঠানে দুর্নীতি করে করে আসছেন।
এ দুই কর্মকর্তা সহ বেশ কয়েকজন তাদের সহযোগীকর্মীরা সিলেটে আওয়ামীলীগ সরকারের আমল থেকে চাকুরির অন্তরালে জমজমাট ভাবে অবৈধ পাথর ব্যবসা করে আসছেন। সম্প্রতি পাথর লুটে মোহাম্মদ শেখ নাহিদ নিয়াজ ও কম্পিউটার ল্যাবের ইনচার্জ ওফর ফারুক অধ্যক্ষের গাড়ির ড্রাইভার বিল্লাল জড়িত।
এরা চাকুরি অন্তরালে পাথর ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়ে উঠেছেন। শুধু তাই নয় টিটিসির গাছ বিক্রির টাকা আত্মসাৎ। ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে তাকে অপসারণ দাবি করা হয়। এসময় শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাবেক ছাত্র সহ এলাকার মান্যগন্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
সম্প্রতি সিলেট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসির) বর্তমান অধ্যক্ষ মোহাম্মদ শেখ নাহিদ নিয়াজের তেলবাজি নিয়ে ধুম্র জাল সৃষ্টি হয়েছে সিলেট জুড়ে। সিলেট বিদ্বেষী ওই অধ্যক্ষ আওয়ামীলীগ পস্থি আওয়ামীলীগ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রী শফিকুর রহমানের সঙ্গে কর্মক্ষেত্রের দোহাই দিয়ে কোটি-কোটি টাকা অবৈধ ভাবে কামাই করার অভিযোগ রয়েছে।
আওয়ামীলীগ সরকার পতনের পর কর্মক্ষেত্রে থেকে নিজে টিটিসির ক্যাম্পাসে থাকা বঙ্গবন্ধুর পথিক ছবি ভেঙ্গে দিয়ে দুধে দোয়া, সাধু বাবা সেজে নতুন আশ্রয়ের স্থল হিসেবে বেছে নিয়েছেন জামায়াতের ছত্র-ছায়ায়। সময়ের পরিবর্তনে ওই অধ্যক্ষ চেয়ার টিকে রাখতে কখনও প্রশাসিক কর্মকর্তা, কখনও মন্ত্রণালয়ের সচিব, উদেষ্টাদের সচিব দের ফুল দিয়ে তেলবাজি করতে দেখা যায়।
অথচ সিলেট টিটিসির অধ্যক্ষ নাহিদ নিয়াজ আওয়ামীলীগ সরকারের আমলে নানা কৌশলে দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে উঠেছেন।
প্রকৃতির কন্যা সিলেট যেন অধ্যক্ষ সহ তার কয়েজন সহযোগী সিলেটের কালচার ও চলা ফেরা, প্রবাসী পরিবারের বিদ্বেষী হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে।
সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম যোগদানের পর টিটিসির পক্ষ থেকে ফুল দিয়ে তেল বাজিতে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে,বিতর্কিত করে তুলেছেন ক্লিন ইমেইজের সিলেটের নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে।
উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সিলেট মেন্দিবাগ এলাকার প্রবীণ মুরব্বী আছকর আলী, লন্ডন প্রবাসী হারুনুর রশিদ, সিলেট ঐক্যপরিষদের সদস্য রাজিব আহমদ, বাংলাদেশ কংগ্রেস পার্টির নেতা, রুহুল কবির, সিলেট লেখক পরিষদের সভানেত্রী ছুমাইয়া জান্নাত, সাংবাদিক জয় চক্রবর্তী।
২৭ ওয়ার্ডের শামিমুর রহমান, কদমতলীর ব্যবসায়ী মালেক উদ্দিন, হোটেল শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বাবুল আহমদ, সিলেট শাপলা কুড়ি যুব সংঘের সভাপতি জিল্লুর রহমান, বাংলাদেশ গ্রাফিক্স মাল্টিমিডিয়ার সাধারণ সম্পাদক আক্তার হোসেন, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের সদস্য আর. কে. দাস চয়ন।
জাতীয় দৈনিক দৌড় পত্রিকার ব্যুরো চীফ সাংবাদিক মাতাব আহমদ, ২৬ নং ওয়ার্ড বিএনপির সদস্য টিপু তালুকদার, বাংলাদেশ ইমাম পরিষদের সদস্য কারী মাওলানা ফয়সল আহমদ, পল্লি ডাক্তার নজরুল ইসলাম লস্কর, অ্যাডভোকেট মজুমদার আহমদ প্রমুখ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন