সিলেট মহাসড়কে দুর্ঘটনায় ২ জন নিহত
ঢাকা-সিলেট মহাসড়কের পুরাতন সড়কের হবিগঞ্জের বাহুবলে সিএনজি অটোরিক্সা-মোটর সাইকেল সংঘর্ষে ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলো, জেলার বানিয়াচঙ্গ উপজেলার তবজখানি গ্রামের প্রবাসি জমির উদ্দিন (৪০), শাকিল আহমেদ রামিম (৩৫)।
শনিবার (২৯ মে) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটেছে । বিষয়টি নিশ্চিত করেছে সদর মডেল থানার ওসি মোঃ মাসুক আলী।
জানা যায়, শ্রীমঙ্গল থেকে মিরপুর গামী একটি সিএনজির সাথে হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গল গামী একটি মোটর সাইকেলের উপজেলার নতুন বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ২ মোটর সাইকেল আরোহী আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মুছাই ফাড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে প্রেরণ করে।
হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মিঠুন রায় জানান তাদেরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন