সিলেট মহাসড়কে দুর্ঘটনায় একজন নিহত
ভোরে সিলেট মহাসড়কে দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ওসমানীনগর উপজেলায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একজন ঘটনাস্থলেই নিহত হন।
বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ৬টায় ওসমানীনগরের আহমদনগরে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কার চালকের নাম-ঠিকানা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। এ ঘটনায় কারে থাকা অপর যাত্রী গুরুতর আহত হয়েছেন।
খবর পেযে ওসমানীনগর থানা পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের টিম এসে মেশিন দিয়ে দুমড়ে-মুচড়ে যাওয়া কারের বডি কেটে লাশ উদ্ধার করে। এর আগে স্থানীয়রা গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনা ও মুত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন