সিলেট-৩ আসনে জাপা প্রার্থীকে বিজয়ী করতে সমন্বয় সভা
আসন্ন সিলেট-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে বিজয়ী করতে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জুন) বিকেলে দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ একটি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে ওই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আহ্বায়ক আলহাজ্ব কুনু মিয়া বলেন, ‘সিলেট-৩ আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টির মনোনিত সংসদ সদস্য প্রার্থী আতিকুর রহমান আতিককে জাতীয় পার্টির সকল নেতাকর্মী মিলে সম্মিলিত ভাবে নির্বাচনী মাঠে জয়ের জন্য কাজ করতে হবে। সাধারণ ভোটারদের মাঝে মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদের আদর্শ পল্লী উন্নয়নের কথা তুলে ধরতে হবে। সিলেট-৩ আসনে লাঙ্গলের জয় হলে মরহুম এরশাদের পল্লী উন্নয়নের রূপ ও স্বপ্ন বাস্তবায়ন হবে।’
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টির মনোনিত সংসদ সদস্য প্রার্থী আতিকুর রহমান আতিক।
তিনিও তার বক্তব্যে লাঙ্গলের প্রতিককে জয়ী করার আহবান জানান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাপার যুগ্ম আহ্বয়ক মো. হুমায়ুন কবীর চৌধুরী, সদস্য সচিব উসমান আলী, ইসরাকুল ইসলাম শামীম, আহসান হাবীব মঈন, বাশির আহমদ, আলতাবুর রহমান আলতাব প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন