সিলেট-৩ উপনির্বাচন: লাঙ্গলের প্রার্থী আতিকের গণসংযোগ

সিলেট-৩ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী, পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আতিকুর রহমান লাঙ্গল প্রতীককে জয়ী করতে বিভিন্ন স্থানে গণসংযোগ, মতবিনিময় ও প্রতিনিধি সভা অব্যাহত রেখেছেন।

দক্ষিণ সুরমার খালোমুখ, মোগলাবাজার, বৈরাগীবাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে নির্বাচনী প্রধান কার্যালয়ে সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক ও সিলেট-৩ নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব কুনু মিয়ার সভাপতিত্বে ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক উসমান আলী চেয়ারম্যানের পরিচালনায় দক্ষিণ সুরমা উপজেলার ইউনিয়ন প্রতিনিধিদের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আতিকুর রহমান বলেন, ঐক্যবদ্ধ ভাবে সকল নেতাকর্মী সিলেট-৩ আসন আবারো লাঙ্গল মার্কাকে জয়যুক্ত করে জনগণের খেদমত করার সুযোগ নিতে হবে। সময় এসেছে সকল নেতাকর্মী ভেদাবেধ ভুলে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মুজিবুর রহমান, নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য আহসান হাবিব মইন, সদস্য বাশির আহমদ, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক জাতীয় যুব সংহতি আলতাফু রহমান আলতাফ, জেলা জাপার সিনিয়র সদস্য মোঃ দৌলা মিয়া, সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি মরতুজা আহমদ চৌধুরী, সিলেট জেলা জাপার আহবায়ক কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন, দক্ষিণ সুরমা জাতীয় পার্টির আহবায়ক মোঃ শাহ আলম, সাবেক আহায়বক আতাউর রহমান আফরোজ, জেলা জাতীয় যুব সংহতির সহ সভাপতি আব্দুন নূর, যুগ্ম সম্পাদক শাহিন আহমদ, জেলা যুব নেতা দিলোয়ার হোসেন, দক্ষিণ সুরমা জাপার নেতা দেলোয়ার হোসেন মেম্বার, শাহিদ আলী, নিমার আলী, এম.এ শহিদ, মাসুক মিয়া মেম্বার, হাজী জসির হোসেন দসু মিয়া, টুটন মিয়া, বদরুল মিয়া, জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খান, দক্ষিণ উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক আখতার হোসেন, যুগ্ম আহবায়ক মতিউর রহমান, ফয়জুর রহমান গেদু, আব্দুল জলিল, সিদ্দিক আলী, সদস্য সচিব বুলবুল আহমদ, উপজেলা যুব সংহতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক হাসান আহমদ প্রমুখ।