সীমান্তের শেরপুর সরকারি কলেজ থেকেই মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেন ২০জন
গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলা। যেখানে প্রত্যন্ত অঞ্চল থেকে লেখাপড়া করছেন শিক্ষার্থীরা। এ অঞ্চলের উচ্চ শিক্ষার একমাত্র বিদ্যাপীঠ শেরপুর সরকারি কলেজ। এই কলেজ থেকে এ বছর একসঙ্গে ২০জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
গত রবিবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর সোমবার এ তথ্য জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
প্রতিবছর এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী মেডিকেল, বুয়েটসহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়ে আসছেন।
এবছর যারা মেডিকেলে চান্স পেয়েছেন; মিত্রা- রাজশাহী মেডিকেল কলেজ, রেশমি- সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সুপ্তি- কিশোরগঞ্জ মেডিকেল কলেজ, সাদিয়া- কিশোরগঞ্জ মেডিকেল কলেজ, আদিবা আহসান- বগুড়া মেডিকেল কলেজ, তাহমিনা- এম.এ.জি উসমানী মেডিকেল কলেজ, রিতু- ময়মনসিংহ মেডিকেল কলেজ, পুজা – মুগদা মেডিকেল কলেজ, তাসনীম- সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, নুসরাত- সিলেট মেডিকেল কলেজ, ইভা- টাঙ্গাইল মেডিকেল কলেজ, আরাফাতুল- চাঁদপুর মেডিকেল কলেজ, রিতু-২ ময়মনসিংহ মেডিকেল কলেজ, ফাহমিদা- ফরিদপুর মেডিকেল কলেজ, নিশাল- ময়মনসিংহ মেডিকেল কলেজ, তওহিদ- শেরে-বাংলা মেডিকেল কলেজ, নিশাত- জামালপুর মেডিকেল কলেজ, আফিয়া ইবনাত- রংপুর মেডিকেল কলেজ, প্রীতি খানম- সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, মিতালী – সাতক্ষীরা মেডিকেল কলেজ।
এব্যাপারে গণিত বিভাগের সহকারী অধ্যাপক শামছুল হুদা চৌধুরী বলেন, আমরা এর থেকেও বেশি আশা করেছিলাম। তবে বিগত বছর থেকে এবছর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ বেশি পেয়েছে।
শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) প্রফেসর শাহ্ কামাল উদ্দীন বলেন, দেশের সীমান্তবর্তী উত্তরের সর্ববৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান এটি। প্রতি বছর এ কলেজ থেকে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ঢাবি, রাবিসহ বিভিন্ন ভার্সিটিতে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়ে থাকে। এসব কৃতি শিক্ষার্থীদের কলেজ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন