সীমান্তে কাউকে দেখলেই গুলি চালাবে ভারত
ভারতের জম্মু-কাশ্মীর সীমান্তে সন্দেহভাজন কাউকে দেখলেই গুলি চালাবে দেশটির সেনাবাহিনী। বুধবার (৩ মে) জম্মু সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে খবরটি দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
বুধবার জম্মু-কাশ্মীরের পুনচ জেলার ভারত ও পাকিস্তান সীমান্তে সন্দেহভাজন কাউকে দেখলেই গুলি চালানো হবে। যার নাম দেয়া হয়েছে ‘কালেকটিভ ফায়ার’।
সম্প্রতি সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছিলেন, ‘ওই এলাকাটিতে যুদ্ধবিরতী চলছে’। দেশটির উত্তরাঞ্চলীয় এক সেনা কমান্ডার জানিয়েছেন, এই এলাকায় কোন যুদ্ধবিরতী নয় সন্ত্রাস দমনে ‘কালেকটিভ ফায়ার’ চলবে।
সীমান্তে গুলির ঘোষণাটি এমন সময় আসলো, যখন কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা ও এক বিএসএফ সদস্য নিহত হয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন