সীমান্তে প্যাকেট ভর্তি বাংলাদেশি টাকা উদ্ধার
ভারতের পশ্চিমবঙ্গে প্রায় ৮ লাখ বাংলাদেশি টাকা উদ্ধার করছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার নদিয়ার ভীমপুর থানার মহাখোলা সীমান্ত এলাকা থেকে এ টাকা উদ্ধার করা হয়।
বিএসএফ জানিয়েছে গোপন সূত্রে তাদের ৮১ নম্বর ব্যাটেলিয়ন মহাখোলা সীমান্ত এলাকায় কিছু সন্দেহজনক লোকের গতিবিধির খবর পায়। এ খবরে তারা ওই এলাকায় তল্লাশি শুরু করে এবং একজন সন্দেহভাজনকে দেখতে পায়। বিএসএফ সদস্যদের দেখতে পেয়ে ওই ব্যক্তি একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে সেই প্যাকেট থেকে বাংলাদেশি ৮ লাখ ২ হাজার টাকা উদ্ধার করে তারা। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৬ লাখ ৫৫ হাজার ৪৮৩ রুপি। টাকা ছাড়াও ওই প্যাকেটে ৩৭৭টি ইমিটেশনের কানের দুলও পাওয়া গেছে। বাজেয়াপ্ত টাকা ও কানের দুল তেহট্ট শুল্ক দফতরে জমা দিয়েছে বিএসএফ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন