সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

লালমনিরহাটের কালীগঞ্জের বুড়িরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়েছে।শুক্রবার ভোরে বুড়িরহাট সীমান্তের ৯১৭ নং মেইন পিলারের ৫নং সাব পিলারের সন্নিকটে এ ঘটনা ঘটে।
নিহতের পর বিএসএফরা লাশ নিয়ে চলে যান। নিহতরা হলেন উপজেলার গোড়ল ইউনিয়নের মালগড়া গ্রামের আলতাব হোসেনের ছেলে আসাদুজ্জামান ও একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোসলেম উদ্দিন।
গোড়ল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, বুড়িরহাট সীমান্তে নিহত ২ জন আমার এলাকার। তারা বিএসএফের গুলিতে নিহত বলে তাদের পরিবারের লোকজনের মাধ্যমে জেনেছি।
কালীগঞ্জ থানার ওসি আরজু সাজ্জাদ হোসেন বলেন বিষয়টি লোকমুখে শুনেছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন

















