সীমান্তে সংঘর্ষ : বিজিবির কাছে দুঃখপ্রকাশ বিএসএফের
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরনগঞ্জ সীমান্তে দিয়ে ঢুকে পড়া ভারতীয়দের ঢুকে পড়ার ঘটনায় দুঃখপ্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার বিকেল সোয়া ৪টার দিকে চৌকা সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিএসএফ) কাছে এ দুঃখ প্রকাশ করে তারা।
মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া পতাকা বৈঠকের পর সাংবাদিকদের বলেন, ভারতীয়দের বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ার ঘটনায় দুঃখপ্রকাশ করেছে বিজিবি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছে তারা। আর বাংলাদেশ-ভারতীয়দের সংঘর্ষ থামাতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।
আজ সকালে এ সংঘর্ষের সৃষ্টি হয়। কয়েক ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আসে।
বাংলাদেশ সীমান্তের স্থানীয়রা জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা সীমান্তে নিজ দেশের ৫০০-৬০০ সাধারণ মানুষকে জড়ো করে। এ সময় তারা বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েন। তারা চৌকা সীমান্তে ৫০টি আম গাছ কেটে ফেলেছে। এ খবর ছড়িয়ে পড়লে ভারতীয়দের ধাওয়া করেন বাংলাদেশিরা। এতে উভয় দেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
এ সময় বিএসএফ ১৫ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় ভারতীয় নাগরিকরা ১৫টি ককটেল, ২০-২৫টি তির বাংলাদেশিদের উদ্দেশে নিক্ষেপ করে।এ ছাড়া পাথর ছুড়ে মারে তারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন