সীমান্তে সহস্রাধিক রোহিঙ্গা, সতর্ক বিজিবি
বাড়িঘর ছেড়ে স্বজন হারানোর ব্যাথা বুকে চেপে ধরে বাঁচার আশায় শুধু পরনের কাপড় সম্বল করে বাংলাদেশে পাড়ি জমাতে সীমান্ত এলাকায় জড়ো হয়েছে শত শত রোহিঙ্গা।
ইতিমধ্যে বান্দরবান জেলার ঘুমধুম ইউনিয়নের কলাবাগান এলাকায় অবস্থান করছে সহস্রাধিক নারী-পুরুষ ও শিশু। মানবিক কারণে স্থানীয় জনপ্রতিনিধিরা শনিবার (২৬ আগস্ট) রাত থেকে তাদেরকে শুকনো খাবারসহ চিকিৎসা সেবা দিচ্ছে।
প্রাণ ভয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা জানান, মিয়ানমারের অভ্যন্তরে থেমে থেমে গোলা গুলি এখনো অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশের সীমান্তে অবস্থান নেয়া রোহিঙ্গারা স্বদেশে ফিরে যাবে না।
এদিকে ৩৪ বিজিবি’র অধিনায়ক ল্যা. কর্ণেল মনজুরুল হাসান খান জানান, জনপ্রতিনিধি, স্থানীয় জনতা এবং বিজিবির সদস্যরা সীমান্তে কড়া ও নজরদারি রেখেছেন। যারা এ দেশে প্রবেশের চেষ্টা করছেন তাদেরকে সীমান্ত এলাকা থেকে বাঁধা দেয়া হচ্ছে এবং ফেরৎ পাঠিয়ে দেয়া হচ্ছে।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট মুফিদুল আলম জানান, সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। রোহিঙ্গারা যাতে এ দেশে প্রবেশ করতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।
অপরদিকে মিয়ানমারের এই সহিংস পরিস্থিতিতে বাংলাদেশের সীমান্ত এলাকায় বসবাসরতরা উদ্বেগ-উৎকন্ঠায় দিন কাটাচ্ছে।
এদিকে রোববার (২৭ আগস্ট) দুপুরে সীমান্ত এলাকা পরিদর্শনে আসছেন বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন