সুইডেনে কে গঠন করছে সরকার?
সুইডেনের সাধারণ নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফল অনুযায়ী কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাই অভিাবাসনবিরোধী সুইডেন ডেমোক্র্যাট পার্টির সমর্থন ছাড়া দেশটিতে কোন দল সরকার গঠন করতে যাচ্ছে এটাই এখন দেখার বিষয়।
সু্ইডেনের আইনসভা রিক্সড্যাগের ৩৪৯ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে দলগুলো। নির্বাচন হওয়া ৬০০৪ আসনের অর্ধেকের ভোট গণনার ফলাফল অনুযায়ী, আগামী সংসদে দলগুলোর আসনসংখ্যা হবে নিম্নরুপ।
দেশটির কেন্দ্রীয় বামপন্থী জোট ১৪৪ টি আসন। কেন্দ্রীয় বামপন্থী জোটভূক্ত সোশ্যাল ডেমোক্র্যাট ১০১, গ্রীন পার্টি ১৫ এবং বামপন্থি দল ২৮টি আসন। এছাড়া কেন্দ্রীয় ডানপন্থী জোট ১৪৩ টি আসন। কেন্দ্রীয় ডানপন্থী জোটভূক্ত মডারেটস ৭০, সেন্টার পার্টি ৩১, লিবারেলস ১৯ এবং ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস ২৩ টি আসন। আর নির্বাচনের আগে জনমত জরিপে এগিয়ে থাকা সুইডেন ডেমোক্র্যাট ৬২ টি আসন।
রোববার সুইডেনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনের প্রাথমিক ফলাফলে কেউ একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কারা সরকার গঠন করতে চলেছে তা নিয়ে নানা জল্পনা কল্পনা তৈরি হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন