সুনামগঞ্জের জামালগঞ্জে কন্যা শিশু দিবস উদযাপন
বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
সোমবার সকাল ১১ টায় জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ হতে একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে জামালগঞ্জ ইউনিয়ন পরিষদ হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। আয়োজনে- জামালগঞ্জ কন্যা শিশু এডভোকেসী ফোরাম, সহযোগিতায়- দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।
এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ সদর ইউনিয়নের কন্যা শিশু এডভোকেসী ফোরাম এর সভাপতি শাহীনা আক্তার। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ইউসি সাইফ উল্লাহ এর সঞ্চালনায়, প্রধান অতিথি জামালগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা কন্যা শিশু এডভোকেসী ফোরামের সভাপতি বিনা রানী তালুকদার। বিশেষ অতিথি জামালগঞ্জ সদর ইউপি সচিব গুলেন্দ্র চন্দ্র তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: আব্দুল আহাদ, সুজন এর সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, ভিডিটি কমিটির সহ সভাপতি অয়াজকুরুনী, নারী নেত্রী সাজিনা আক্তার, রাসমিনা আক্তার, সুফিয়া আক্তার, কমিটির সদস্য বন্থি, জান্নাত, চমকি, লুবাবা নৌরিন আক্তার সহ কমিটির অন্যান্য সদস্য বৃন্দ। প্রধান অতিথি বিনা রানী তালুকদার বলেন, কন্যা শিশুদের প্রতি যত্নবান হোন, কন্যাদের সুরক্ষা রাখুন, বাল্য বিবাহকে না বলুন। সকল কন্যা শিশুদের প্রতি আশিবাদ কামনা করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন