সুনামগঞ্জের জামালগঞ্জ উত্তর ইউনিয়নে জেলা পরিষদ সদস্য প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
আসন্ন সুনামগঞ্জ জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের ইউপি সদস্যদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার (১২ অক্টোবর) দুপুর জামালগঞ্জ উত্তর ইউনিয়নের মুনির হোসেন এর বাড়ীতে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান আবু হানিফ। প্রধান অতিথি জামালগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম চৌধুরী বিন বারী। বিশেষ অতিথি জামালগঞ্জ সরকারী কলেজের প্রভাষক মজিবুর রহমান, প্রার্থী সুলতানা রাজিয়া ছবি, ইউপি সদস্য মজিবুর, রবিন্দ্র চন্দ্র দাস, মোশারফ তালুকদার, শাহ জাহান সিরাজ, কামাল মিয়া, মো: সেলিম,মো: জামাল মিয়া, ইউপি সদস্যা রিমা আক্তার, ডরিণ বেগম, সালমা আক্তার, গন্যমান্য ব্যাক্তি মো: খুরশেদ আলম প্রমুখ।
জানাযায়, আগামী ১৭ অক্টোবর ২০২২ সালে জেলা পরিষদ নির্বাচন অনুষ্টিত হইবে। দিরাই, শাল্লা, জামালগঞ্জ আসনে সংরক্ষিত আসনের পদপ্রার্থী সুলতানা রাজিয়া ছবি’র হরিণ মার্কার মত বিনিময় সভায় প্রার্থী সুলতানা রাজিয়া ছবি বলেন, সকলে মিলে মিশে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ গঠিত করেছেন, আমি খুব আনন্দিত আপনারা সকলেই ঐক্য বদ্ধ, আমাকে হরিণ মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করবেন। আমি সব সময় আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন