সুনামগঞ্জের ধর্মপাশায় ‘মরহুম আব্দুল খালেক সেলবরর্ষী’ ফুটবল টুনামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

সুনামগঞ্জের ধর্মপাশায় “মরহুম আব্দুল খালেক সেলবরর্ষী” ফুটবল টুনামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগষ্ট) বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

আজহারুল ইসলাম দীপ্ত এবং সাব্বির হাসান শাকিব এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিন দ্দৌজা আহম্মদ রাজনীতিবিদ এবং ব্যবসায়ি, তিনি সারর্বিক সহযোগিতায় ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলফেকার আলী ভুট্টো যুগ্ম আহ্বায়ক ধর্মপাশা উপজেলা বিএনপি, খায়রুল বসর ঠাকুর খান রাজনীতিবিদ ও ক্রীড়াবিদ।

অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন মোজাহিদ তালুকদার, মোঃ ফিরোজ মিয়া,সাংবাদিক সালে আহমদ, সাংবাদিক রনি,সাংবাদিক রাজু ভূঁইয়া, সাংবাদিক রবি মিয়া, সাজেদুল ইসলাম (সজিব) যুগ্ম আহ্বায়ক বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদল, মোঃ সাজল মিয়া,সুজন চৌধুরী প্রমুখ।

মোট ১২টি দলের মধ্যে মাইজবাড়ী একাদশ বনাম/ মোহনগঞ্জ দেওতান রাইডার্স ফাইনালে খেলে। এবং খেলাটি ড্র হলে টাইব্রেকারে দেওতান রাইডার্স ০৩ গোল ও মাইবাড়ী একাদশ ০১ গোল এ পরাজিত হয়।