সুনামগঞ্জের ধর্মপাশায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ৩নং পাইকুরাটি ইউনিয়নে নিহত তুষার (১৭) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
স্থানঃ গাছতলা উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর কক্ষে, ৩নং পাইকুরাটি ইউনিয়ন, ধর্মপাশা, সুনামগঞ্জ।
সময় আনুমানিক সম্ভাব্য ভোর রাতে এ ঘটনা ঘটে। নিহত তুষার (১৭) পাইকুরাটি ইউনিয়নের বাঘবাড়ী গ্রামের বাসিন্দা তার পিতার নাম রোকন মিয়া,মাতার নাম মনবুল বেগমের তিন ছেলের মধ্যে নিহত তুষার (১৭) সবচেয়ে ছোট ছেলে।
নিহত তুষারের (১৭) আত্মহত্যার কোন কারণ জানা যায়নি, এমনকি তার পিতামাতাও এ বিষয়ে কিছু বলতে পারেনি, ধর্মপাশা থানা কর্মরত অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হক তার পিতা রোকন মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান যে আমাদের কোন অভিযোগ নেই, তাই ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হক নিহত তুষারের লাশ তার পিতা-মাতার কাছে অর্পণ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন


















