সুনামগঞ্জের ধর্মপাশায় নৌকায় ডাকাতি লুটপাট ও হত্যার চেষ্টা

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে মাছের নৌকায় ডাকাতি লুটপাট ও হত্যার চেষ্টা করা হয়েছে।
স্থান রাজনা ভিটার পাশে সুমেশ্বরী নদীতে। ১৭/১১/২০২৫ইং রোজ সোমবার দিবাগত রাত আনুমানিক ০৮.০০ ঘটিকায় সময় এ ঘটনা ঘটে।
গত ১৭তারিখ সুন্দরপুর গ্রুপ জ্বলমহলের সারাদিনের মাছ আহরণকৃত একটি ইঞ্জিন চালিত নৌকায় ভরে শানবাড়ী বাজারের মৎস্য আরদে বিক্রির জন্য রওয়ানা করিলে, রাজনা ভিটার কাছে আসতেই জ্বলদস্যু ডাকাত গণ লোহার কাতরা/ছুরি /রড ইত্যাদি দিয়ে অতর্কিত হামলা চালায়।
এসময় জ্বলদস্যু ডাকাত গণ মাছ ভর্তি নৌকা সহ নগত ১লক্ষ টাকা হাতিয়ে নেয়।
এতে হাতে পায়ে এবং উরুতে জখম হয় আহতরা হলেন ১/এসরাক তালুকদার (৪৫) ২/নান্টু মিয়া (২৭) ৩/ছয়ফুল (৪০) এই তিন জন গুরুতর আহত হয়, আহতদের ধর্মপাশা উপজেলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এর কতব্যরত ডাক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
উল্লেখ্য জ্বলদস্যু ডাকাত গণ হলেন আওয়ামী ধূসরদের সঙ্গে বিগত ১৭বছর সাধারণ মানুষের উপর জুর জুলুম চালিয়ে এসেছে। আওয়ামী ধূসর ডাকাতদের নাম দেওয়া হলঃ ১/জাহাঙ্গীর (২৫) ২/আলমগীর (২৭) ৩/আব্দুল জব্বার (৫০) ৪/নবী মিয়া (৩৫) সহ তাদের লোকজন।
এবিষয়ে ধর্মপাশা থানায় একটি মামলা করা হয়েছে।
আহত নান্টু মিয়া বলেন ডাকাতরা আমাদের প্রাণে হত্যার চেষ্টা করেছিল আল্লাহর ইচ্ছায় আমরা বেছে আছি আমি কামলা দিয়ে খাই আইনের কাছে আমি এ অন্যায়ের বিচার চাই।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক বলেন মামলা হয়েছে খুব দূত দুষি দের আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচার করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















