সুনামগঞ্জের ধর্মপাশায় হাওর ও নদী রক্ষা আন্দোলন এর আহ্বায়ক কমিটি গঠন

হাওর, নদী, সবুজ বাঁচলে আমরা বাঁচি এই প্রতিপাদ্য বিষকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশায় হাওর ও নদী রক্ষা আন্দোলন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) উপজেলা (বি আর ডিবি) হল রোমে সকাল ১১.০০ঘটিকায় হাওর ও নদী রক্ষা আন্দোলন এর আহ্বায়ক কমিটির কার্যক্ষম অনুষ্ঠিত হয়।

২১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন করা হয়েছে উক্ত কমিটিতেঃ-
🔰আহ্বায়কঃ শাহ্ কুতুব
🔰যুগ্ম আহ্বায়কঃ শাকিন শাহ
🔰যুগ্ম আহ্বায়কঃ রাজু ভুঁইয়া
🔰যুগ্ম আহ্বায়কঃ নজির হোসেন
🔰সদস্য সচিবঃ ফারুক ইসলাম।

মোট ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে মোঃ সোহেল আলম,সদস্য সচিব সুনামগঞ্জ জেলা হাওর ও নদী রক্ষা আন্দোলন,এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ওবায়দুল হক, যুগ্ম আহ্বায়ক সুনামগঞ্জ জেলা হাওর ও নদী রক্ষা আন্দোলন।

সুন্দর একটি হাওর ও নদী বাস্তবায়নে সবার এগিয়ে আসার আমন্ত্রণ জানানো হয়েছে।