সুনামগঞ্জের ধর্মপাশায় বাদশাগঞ্জে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
সুনামগঞ্জের ধর্মপাশা বাদশাগঞ্জে ৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্টান অনুষ্টিত হয়।
সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার বাদশাগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্টিত হয়। অনুষ্টানের উদ্ভোধক ও প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। সভাপতিত্ব করেন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবির এর সঞ্চালনায়, বিশেষ অতিথি উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো: অলিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান প্রভাষক সঞ্জয় রায়, চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, গোলাম ফরিদ খোকা, উপজেলা আওয়ামীলীগের বিঞ্জান ও প্রযুক্তি বিষয় সম্পাদক ফেরদৌসুর রহমান, সাংসদের এপিএস আব্দুর রাজ্জাক পাবেল, সেলবরষ ইউপি আওয়ামীলীগের সভাপতি বেনুয়ার হোসেন খান, সহ সভাপতি জহির উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ আব্দুল বারেক ছোটন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজউদ্দিন,ছাত্রলীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোহন,যুবলীগ নেতা আকিখ খান পাঠান, ছাত্র লীগ নেতা ইমন চৌধুরী প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন