সুনামগঞ্জের ধর্মপাশায় মতবিনিময় সভায়-এমপি রতন
সুনামগঞ্জের ধর্মপাশায় মতবিনিময় সভায় অনুষ্টিত হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে মত বিনিময় সভা অনুষ্টিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো: অলিদুজ্জামান। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বিশেষ অতিথি ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো: সাহাব উদ্দিন, ওসি মো: মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ড এর উপ সহকারী প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলম,
ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, মোজাম্মেল হক ইকবাল, গোলাম ফরিদ খোকা, মোকারম হোসেন, নাসরিন সুলতানা দিপা, উপজেলা আওয়ামীলীগের দপ্তর বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম পিকে দিদার, বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান সহ সরকারী,বেসরকারী কর্মকর্তা বৃন্দ। প্রধান অতিথি, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ফসল রক্ষাবাঁধ সঠিক সময়ে পিআইসিকে সম্পন্ন করতে হবে, কোন প্রকার গাফলতি যদি কেউ করেন তাহলে তাদের আইনের আওতায় আনতে হবে।
এমপি রতন আরও বলেন, গত বন্যায় উপজেলার গুরত্বপূর্ণ রাস্তা ভেঙ্গে গেছে, সেই সকল রাস্তা অচিরেই নির্মাণ করা হবে বলে তিনি জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন