সুনামগঞ্জের ধর্মপাশায় শিক্ষকদের মাঝে ল্যাপটপ বিতরণ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুর ১ টায় ধর্মপাশা উপজেলা পরিষদ হল রুমে ল্যাপটপ বিতরণ করা হয়। ল্যাপটপ বিতরণ করেন সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, সহকারী কমিশনার (ভূমি) মো: অলিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ওসি মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এটিএম নাজিম উদ্দিন সহ সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে আলোচনা সভায় অনুষ্টিত হয়। প্রধান অতিথি, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, তাই শিক্ষাকে গুরত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, ৫২ বছর আগে ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ৭ মার্চ ঐতিহাসিক ভাষণে, সাড়া দিয়ে এক মহাজাগরণে শামিল হয়ে বীর বাঙ্গালী স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধুর সেই জ্বালাময়ী ভাষনের ফলশ্রুতিতে আমরা পেয়েছি কাঙ্ক্ষিত স্বাধীনতা। তাই স্যালুট জানাই, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। সেই সাথে শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধুর পরিবার ও বীর শহীদদের।