সুনামগঞ্জের মধ্যনগরে উত্তর বংশীকুন্ডায় ত্রি-বার্ষিক সম্মেলন
সুনামগঞ্জে মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ ঘটিকায় মহেষ খলা বাজার আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে ত্রি-বাষিক সম্মেলন অনুষ্টিত হয়। ত্রি- বাষিক সম্মেলনে সভাপতিত্ব করেন ইউপি যুবলীগের আহবায়ক আইউব আলী। সিনিয়র যুগ্ন আহবায়ক মো: আব্দুল মজিদ এর সঞ্চালনায়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। উদ্ভোধক মধ্যনগর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ। সম্মানিত অতিথি তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কর, সহ সভাপতি আলখাস উদ্দিন খন্দকার, জেলা যুবলীগের সদস্য আলী হোসেন পলাশ, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, ধর্মপাশা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, মধ্যনগর থানা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আব্দুল খালেক, মোবারক হোসেন, কুতুব উদ্দিন তালুকদার, মৎস্যজীবীলীগের সভাপতি রহুল আমিন খান।
বিশেষ বক্তা মধ্যনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, যুবমহিলা লীগের সভাপতি শান্তা রায় চৌধুরী, চেয়ারম্যান আজিম মাহমুদ, নুর উদ্দিন, সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান, ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ আহমেদ সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন, বিশ্বনেত্রী, বঙ্গবন্ধুর কন্যা, জননেত্রী শেখ হাসিনা স্মাট বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন। বিশ্বের অর্থনৈতিক মন্ধা, বাংলাদেশ এখন ৩৫ তম, তবে ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশ অনেক ভাল। তিনি আরও বলেন, ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে বলেন, প্রতিযোগিতা থাকা ভাল কিন্তু প্রতিহিংসা ভাল নয়। অপরদিকে দ্বিতীয় অধিবেশনে মধ্যনগর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ ও সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকারের যৌথ স্বাক্ষরে ত্রি- বার্ষিক সম্মেলনে নাম প্রকাশ করেন, এতে সভাপতি আইন উদ্দিন, সাধারণ সম্পাদক শাহজাহান এর নাম প্রকাশ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন