সুনামগঞ্জে উড়াল সেতুর খরচ হবে ৩ হাজার ৪ শত ৯০ কোটি টাকা : এমপি রতন
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় শেখ হাসিনার উড়াল সেতু বিষয়ক পরিকল্পনা সভা অনুষ্টিত হয়।
সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টায় জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পরিকল্পনা সভা অনুষ্টিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন এর সঞ্চালনায়, প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বিশেষ অতিথি এলজিইডি উড়াল সেতুর প্রকল্প পরিচালক গোলাম মৌলা, সুনামগঞ্জের সহকারী প্রকৌশলী মো: আরিফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, নির্বাহী অফিসার বিশ্বজিৎ দেব, জামালগঞ্জ উপজেলা প্রকৌশলী মো: আব্দুল মালেক মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মাস্টার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা মো: জহির উদ্দিন তালুকদার, আসাদ আল আজাদ, যুবলীগের আহবায়ক আবুল খয়ের তালুকদার প্রমুখ।
প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, হাওর বাসীর স্বপ্নের নেত্রকোণা টু সুনামগঞ্জ শেখ হাসিনার উড়াল সেতুর কাজ অচিরেই উদ্ভোধন করা হবে ইনশাল্লাহ। জামালগঞ্জ হতে জয়শ্রী হয়ে ধর্মপাশা পর্যন্ত উড়াল সেতুর প্রায় ২৭ কিলোমিটার। যাহা শেখ হাসিনার উড়াল সেতু নামে খ্যাত।
এখানে অনেক জনসাধারণ রয়েছেন যাদের বসত ভিটা রাস্তার পাশ্ববর্তী সেই সকল বসতি ভেঙ্গে ফেলত হবে, তাদের ক্ষতিপুরণ দেওয়া হবে, সেতুতে ৩ হাজার ৪ শত ৯০ কোটি টাকা ব্যায় নির্মাণ হবে। পরে তিনি সরজমিন পরিদর্শন করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন